My Slider

Image Slider By Humayoun Kabir Lets Express our emotion with blog Email me at humayounk@ymail.com #htmlcaption

শনিবার, ২৫ আগস্ট, ২০১২

জাভাস্ক্রিপ্ট টিউটরিয়াল (পর্ব-৩)

মাষ্টার্স পরীক্ষা আর ঈদের পর ফিরে এলাম আপনাদের মাঝে ।পোস্ট দিতে দেরি   হল বলে আন্তরিকভাবে দুঃখিত ।  আজ আমরা দেখবো কিভাবে এইচ টি এম এলের সাথে জাভাস্ক্রিপ্ট মানিক জোড়ের মত সম্পর্ক করে ডাইনামিক ওয়েব সাইট তৈরী করে । তাহলে দেখা যাক ,

HTML পেজে জাভামস্ক্রিপ্ট যুক্ত করার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়।ঠিক এর অনুরূপে লেখা হয়।<script> </script>অংশের মধ্যে প্রয়োজনীয় এবং অন্যান্য কোড সমূহ রাখা হয়। অথবা এর মধ্যে জাভামস্ক্রিপ্ট যুক্ত করা হয়। হেডার এর মধ্যে রাখলে তাকে বলা হয় হেডার স্ক্রিপ্ট(header script) আর বডি এর মধ্যে করা হলে তাকে বলা হয় (body script) । সচরাচর এর মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করা হয় আর এর মধ্যে থেকেই  ঐ ফাংশনকে প্রয়োজনে কল করা হয়।
উদাহরনঃ
 <strong style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: none; color: rgb(0, 0, 0); ">www.amakeniye.blogspot.com</strong>

<html>
<head>



<title> www.amakeniye.blogspot.com
<
/title
>


<style>
body{background: #FFC}
</style>
<script type=”text/javascript”>
function myClick()
{
alert(“Welcome to JavaScript  World.”);
}

</script>
</head>
<body>

<button onclick=”myClick()”>Click Me
<
/button
>
</body>
</html>

একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি আপনার পছন্দনীয় ব্রাউজার  দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।
ব্লগে কোড অত্যন্ত ঝামেলার কাজ তাই কোড সঠিকভাবে বুঝা না গেলে আমি আন্তরিকভাবে দুঃখিত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন