My Slider

Image Slider By Humayoun Kabir Lets Express our emotion with blog Email me at humayounk@ymail.com #htmlcaption

মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১২

জাভাস্ক্রিপ্ট টিউটরিয়াল (পর্ব-২)

আজ আমরা শিখবো  জাভাস্ক্রিপ্ট এ ভেরিয়েবল ঘোষনা করে , 


জাভাস্ক্রিপ্ট নতুন ভেরিয়েবলের var শব্দ ব্যবহার করে ঘোষিত করা হয়। 
যেমন  ঃ 
var aNumber = 10;(Number)  
var name = "humayoun";(String)
var isStudent = true;(Boolean)
var obj = new Object();(Object)




জাভাস্ক্রিপ্ট  নিয়ে পরবর্তি পর্বে আবার আসছি ... 


 

জাভাস্ক্রিপ্ট টিউটরিয়াল (পর্ব-১)


অনেক দিন পর হঠাৎ করে মনে হলো আমার প্রিয় ল্যাংগুয়েজ জাভাস্ক্রিপ্ট নিয়ে একটি পোস্ট দেই । জাভাস্ক্রিপ্ট হল অবজেক্ট অরিয়েন্টেড ডাইনামিক ল্যাংগুয়েজ । এর সিনট্যাক্স জাভা এবং সি  ভাষা থেকে এসেছে । পার্থক্যের একটি হল জাভাস্ক্রিপ্ট ক্লাস নেই ।  পরিবর্তে, ক্লাস  ফাংশনালিটি অবজেক্ট প্রটোটাইপের মাধ্যমে সম্পন্ন করা হয়। কথা আর না বাড়াই, 
কিছু জাভাস্ক্রিপ্ট  টাইপ হলো, 
  • Number ( উদাহরন  ঃ 0.1 + 0.2 == 0.30000000000000004) 
  • String  ( উদাহরন  ঃ  "hello" )
  • Boolean   ( উদাহরন  ঃ  true   ,  false    )
  • Object
    • Function
    • Array
    • Date
    • RegExp
  • Null
  • Undefined
অন্যগুলোর উদাহরন পর্যায়ক্রমে পরে দেওয়া হবে ।